টাঙ্গাইল -০৭ থেকে ধানের শীষে লড়বেন আবুল কালাম আজাদ সিদ্দিকী


মির্জাপুর প্রতিনিধি।
প্রকাশের সময় : ১:০২ অপরাহ্ণ, ৩ নভেম্বর ২০২৫
টাঙ্গাইল -০৭ থেকে ধানের শীষে লড়বেন আবুল কালাম আজাদ সিদ্দিকী

টাঙ্গাইল -০৭ থেকে ধানের শীষে লড়বেন আবুল কালাম আজাদ সিদ্দিকী

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন তিনি।

ফখরুল জানান, আগামী নির্বাচনে টাঙ্গাইল-০৭ আসন থেকে অংশ নেবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।