ধামরাইয়ে পাটের গুদামে আগুন


সাঈদ আল মামুন, স্টাফ রিপোর্টার।
প্রকাশের সময় : ১১:০১ পূর্বাহ্ণ, ২৯ অক্টোবর ২০২৫
ধামরাইয়ে পাটের গুদামে আগুন

ধামরাইয়ে পাটের গুদামে আগুন

 

 

সাইদ আল মানুন, ধামরাই (ঢাকা)।

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী একটি পাটের গুদামে আগুন লেগে সাত শ মণ পাট পুড়ে গেছে।

 

২৮ অক্টোবর (মঙ্গলবার) রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী গ্ৰামে আব্দুল রাজ্জাক রেজেক এর পাটের গুদামে এ ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে আব্দুল রাজ্জাক রেজেক এর পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।

 

পরে খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও দুই ঘণ্টা সময় লাগে।

 

গুদামঘরের মালিক রাজ্জাক এর ছেলে বজলুর রহমান বলেন, আমাদের গুদামে বিদ্যুৎ নেই,টিনসেট ঘর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে সূত্রপাত হয়। ৭শ মণ পাট ছিল। এর মধ্যে প্রায় ২শ মণ পুড়ে যায়। রাতে কিভাবে আগুন লাগে জানি না, আগুনে আমাদের প্রায় ৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

 

সাটুরিয়া ফায়ার স্টেশনের অফিসার মজিবুর রহমান বলেন, সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে ২ ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।